AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ইসিকে জামায়াত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩৩ পিএম, ৮ ডিসেম্বর, ২০২৫

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ইসিকে জামায়াত

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি এবং অবৈধ অস্ত্রধারীদের এখনই গ্রেপ্তার করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, তফসিল ঘোষণা নিয়ে ইসির স্পষ্ট অবস্থান জানতে তারা কমিশনে গিয়েছিলেন। বৈঠকে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রবাসীদের ভোট নিবন্ধন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে। তার অভিযোগ, প্রবাসীদের নিবন্ধন পদ্ধতি জটিল করে ফেলা হয়েছে।

তিনি বলেন, “সিসিটিভি স্থাপন আমাদের দাবির মধ্যে একটি। ইসি বলেছে ব্যয় অনেক বেশি, কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যয়ের অঙ্ক বড় বিষয় নয়।”

জামায়াতের এই নেতা জানান, একটি দলের নেতাকর্মীরা প্রচারে গিয়ে হামলার শিকার হচ্ছেন। তফসিল ঘোষণার পর এসব পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, সে বিষয়েও ইসির সঙ্গে আলোচনা হয়েছে।

লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে তিনি বলেন, “সবার জন্য সমান সুযোগ এখনো নিশ্চিত হয়নি। আমরা প্রশাসনের কিছু তথ্য তুলে ধরেছি। এভাবে চললে নির্বাচন সুষ্ঠু হবে না। কোনো কর্মকর্তা নগ্নভাবে অনিয়ম করলে তা জানাব, এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ইসি।”

তিনি আরও জানান, দলের মালিকানায় কোনো ব্যাংক নেই এবং পক্ষপাতিত্ব আছে—এমন কাউকে নিয়োগ দেবে না বলেও ইসি নিশ্চিত করেছে।

ভোট নিয়ে কোনো আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, “ইসি যে আশ্বাস দিয়েছে, আমরা তাদের ওপর আস্থা রাখতে চাই।”

মিয়া গোলাম পরওয়ার বলেন, তফসিল হবে কিনা, তা নিশ্চিত হওয়ার জন্যও তারা ইসিতে গিয়েছিলেন। “কমিশনের প্রতি পূর্ণ আস্থা আছে। সিসি ক্যামেরা স্থাপনের অনুরোধ করেছি। দাতাদের কাছ থেকেও সহায়তা চেয়েছি।”

শেষে তিনি বলেন, “জাতির আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচন। ইসি জাতির অংশ—তারা শপথের প্রতি দায়বদ্ধ থাকবেন বলে আমরা বিশ্বাস করি।

 

একুশে সংবাদ/ সা এ

 

Link copied!