এ যেনো রীতিমতো সিনেমাকেও হার মানানো নির্মম ঘটনা । গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বস্তাবন্দি অবস্থায় চার মাসের অন্তঃসত্ত্বা ইতি বেগম (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে বাড়ির পূর্ব পাশের এক জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চার দিন ধরে নিখোঁজ ছিলেন ইতি পারিবারিক সূত্রে জানা যায়, ২৬ নভেম্বর থেকে ইতি বেগম নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তাঁর স্বামী রাসেল শেখ মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। চার দিন পর স্থানীয়রা জলাশয়ে একটি সন্দেহজনক বস্তা ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে বস্তা খুলে ইতির লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মেহেদী হাসানের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালিত হয়। উপস্থিত ছিলেন এসআই মোবারক হোসেন। পরে মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল, তদন্ত কর্মকর্তা শীতল চন্দ্র পাল ও সার্কেল নাফিছুর রহমান ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেন।
পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ স্থানীয়দের
স্থানীয়রা ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন। তারা দ্রুত হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
স্বামী পলাতক, পুলিশের অভিযান চলছে
পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ইতির স্বামী রাসেল পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
একুশে সংবাদ/ সাএ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

