AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশে ভিন্নমত প্রকাশ করলে তাকে শত্রু হিসেবে দেখা হয়: মির্জা ফখরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৬ পিএম, ২৮ নভেম্বর, ২০২৫

দেশে ভিন্নমত প্রকাশ করলে তাকে শত্রু হিসেবে দেখা হয়: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমাদের দেশে ভিন্ন মত প্রকাশ করলে তাকে শত্রু হিসেবে দেখা হয় এবং মিথ্যা অপপ্রচার চালানো হয়। আমাদের সকলেরই এসব বিষয়ে বিরত থাকা উচিত।”

শুক্রবার(২৭নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “পুরো জাতি এখন ফেব্রুয়ারির নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এই নির্বাচনের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারব। তবে গণতান্ত্রিক পরিবেশ ফিরতে হলে গণমাধ্যমের স্বাধীনতাকে মূল্য দিতে হবে। গণতন্ত্রে হয়তো সব বিষয়ে ঐক্য থাকবে না, কিন্তু মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করতে হবে।”

তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা গণতন্ত্রকে শক্তিশালী করছে না। বিএনপি একটি প্রমাণিত রাজনৈতিক দল। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বন্ধ থাকা পত্রিকাগুলো চালু করেছিলেন এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া গণমাধ্যমের স্বাধীনতার জন্য যা যা করা প্রয়োজন, তা করেছেন।”

মির্জা ফখরুল যোগ করেন, “চাকরি এবং অন্যান্য ক্ষেত্রে আপনার অধিকার রক্ষার জন্য ইউনিয়নকে শক্তিশালী করতে হবে। কোনো দলের লেজুড়বৃত্তি না করে আপনাদের নিজেদের শক্তিশালী হয়ে দাঁড়াতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী প্রমুখ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!