AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোটকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ইসি সচিব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:২৯ পিএম, ২৭ নভেম্বর, ২০২৫

ভোটকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ইসি সচিব

জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে ভোটকেন্দ্রগুলোতে তিন স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।

ইসি সচিব জানান, নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, চেকপোস্ট এবং সেন্ট্রাল রিজার্ভ—এই তিন ভাগে ভাগ করা হবে। শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন। কোনো অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আখতার আহমেদ আরও জানান, অপতথ্য প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা জোরদারে একটি সাইবার সিকিউরিটি সেল গঠনের সিদ্ধান্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে এবং অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধার করতে সংশ্লিষ্ট বাহিনীকে তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি সন্ত্রাসী ও অপরাধীচক্রের ওপর বিশেষ নজরদারি বাড়ানো হবে।

তিনি বলেন, রাজনৈতিক দলের নেতা বা প্রার্থীর কাছ থেকে কোনো ধরনের সুবিধা নেওয়া যাবে না—এ নির্দেশনা আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্টভাবে জানানো হয়েছে।

এ সময় ইসি সচিব আরও জানান, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ানো হয়েছে। তবে সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে বা কীভাবে মোতায়েন হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত তিন ঘণ্টাব্যাপী বৈঠকে ইসি কমিশনার, ইসি সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিএমপি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, র‍্যাব, ডিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!