বগুড়ার আদমদীঘিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আদমদীঘি উপজেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সঙ্গে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে এমপি পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আদমদীঘি উপজেলা বাবা আদম (র:) কমপ্লেক্স চত্বরে জামায়াতে ইসলামী আদমদীঘি উপজেলা শাখার আমীর হাফেজ আতোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি গোলাম রব্বানী এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের এমপি পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত ও বগুড়া জেলা কর্ম পরিষদের সদস্য হাফেজ আব্দুর নুর, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. ইউনুস আলী, নায়েবে আমীর তরিকুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদের সদস্য ও শিক্ষাবিদ মওলানা আব্দুল জব্বার, এবং জামায়াত নেতা গোলাম মোস্তফা নাইডু, রমজান আলী, আহসান হাবীব তুহিন প্রমুখ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

