বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদের গণভোট বাস্তবায়ন করা প্রয়োজন। তিনি বলেন, “জুলাই সনদের ফসল ঘরে তুলতে না পারলে বাংলার মানুষ অর্জিত স্বাধীনতা আবার হারাতে পারে। স্পষ্টভাবে বলে দিতে চাই — জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে এবং এর জন্য আইনগত ভিত্তি প্রদান করতে হবে।”
মঙ্গলবার (৪ নভেম্বর) নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার সমালোচনা করে মামুনুল হক আরও বলেন, “আমাদের কেন্দ্রীয় নেতাদের অন্যায়ভাবে বছরের পর বছর বন্দী রেখে নির্যাতন করা হয়েছে। আমরা নির্যাতন সহ্য করেছি, তবু দেশ ও ইসলামের প্রশ্নে আমরা মাথা নত করিনি। দেশ, স্বাধীনতা ও ইসলামের জন্য আমরা কোনো অপশক্তির সামনে মাথা নত করব না, ইনশাআল্লাহ। ২০২৪ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেটি ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত—ফ্যাসিবাদবিরোধী ও বিদেশি আধিপত্যবিরোধী সেই বিপ্লবের প্রতিটি অর্জন ঘরে তোলার সংগ্রাম খেলাফত মজলিস চালিয়ে যাবে।”
সমাবেশে খেলাফত মজলিসের খালিয়াজুরী উপজেলা সভাপতি ও নেত্রকোনা-৪ আসনের সংসদপ্রার্থী মুফতি ইরশাদুল্লাহ কাসেমী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ নায়েবে আমীর শাইখুল হাদীস আল্লামা আলী উসমান, শাইখুল হাদীস আল্লামা জিয়া উদ্দিন, নেত্রকোনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হা. মাও. দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মাও. আসাদুর রহমান আকন্দ ও অন্যান্য নেতা-কর্মীরা।
মামুনুল হক আরও বলেন, “বৈষম্যহীন ও ন্যায়পূর্ণ বাংলাদেশ গড়তে আল্লাহ প্রদত্ত খেলাফত ছাড়া বিকল্প নেই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে তাদের অধিকার আদায়ের জন্য, ইনসাফের পক্ষে কণ্ঠস্বর ওঠানোর জন্য জাতীয় সংসদে খেলাফত মজলিসের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে—রিক্সা মার্কায় ভোট দিয়ে আমাদের বিজয় নিশ্চিত করুন।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

