আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা, নগরকান্দা এবং ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশের ২৩২টি আসনে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা করেন। ওই তালিকায় ফরিদপুর-২ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে মনোনীত হন শামা ওবায়েদ।
দলীয় মনোনয়ন পাওয়ার পর নিজের ফেসবুক পেজে শামা ওবায়েদ লিখেছেন—“আলহামদুলিল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হবেই ইনশাআল্লাহ।”
তবে এর পরপরই তিনি ফরিদপুর-২ আসনের স্থানীয় নেতাকর্মীদের আনন্দ মিছিল, আতশবাজি বা মিষ্টি বিতরণ থেকে বিরত থাকতে নির্দেশ দেন।
সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় মনোনয়ন পাওয়ার পর গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় শামা ওবায়েদ বলেন, “সর্বপ্রথম মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি ও আমাদের নেতা-কর্মীরা যেভাবে দীর্ঘ ১৭ বছর ধরে লড়াই-সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন, আমি সেই ত্যাগের একজন অংশীদার।”
তিনি আরও বলেন, “আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, তবে আমার বাবা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত ওবায়দুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে নিজেকে জনগণের সেবায় উৎসর্গ করব।”
শামা ওবায়েদের প্রার্থিতা ঘোষণার পর সালথা, নগরকান্দা ও ভাঙ্গা এলাকায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন উৎসাহ ও প্রত্যাশার সঞ্চার হয়েছে। তবে তাঁর সংযম ও সতর্কতার আহ্বানকে স্থানীয় নেতারা পরিপক্ব ও দায়িত্বশীল নেতৃত্বের প্রতিফলন হিসেবে দেখছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

