স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ, রাজনৈতিক দল ও সব শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা পূরণের বড় দায়িত্ব এখন পুলিশের কাঁধে রয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টারে ‘হল অব প্রাইড’-এ অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, “আইনের প্রয়োগ কেবল শক্তি দিয়ে নয়, ন্যায়, নিষ্ঠা ও মানবিকতার মাধ্যমেও প্রতিষ্ঠিত হয়।” তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, “নির্বাচনী দায়িত্বে আপনারা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী নন, জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক।”
তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সংলাপ ও আলোচনা শুরু হয়েছে। এই সময়ে পুলিশ সদস্যদের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে হবে। “কেউ যেন কোনো দলের পক্ষ না নেয়, বিশেষ সুবিধা না দেয় বা রাজনৈতিক কর্মীর ভূমিকায় না যায়,” সতর্ক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ফ্যাসিস্ট ও দুর্বৃত্ত চক্রের তালিকা পুলিশের কাছে রয়েছে। তারা সমাজে অস্থিতিশীলতা সৃষ্টিতে সক্রিয়। “ফ্যাসিস্টদের অপকর্ম, অপপ্রচার, অপরাজনীতি ও ঝটিকা মিছিল ঠেকাতে অভিযান বাড়াতে হবে; তবে নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়,” বলেন তিনি।
তিনি আরও নির্দেশ দেন—জেলার পর্যায়ে ঘন ঘন কোর কমিটির সভা আয়োজন, মিথ্যা বা হয়রানিমূলক মামলার দ্রুত নিষ্পত্তি, পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের কার্যক্রম সক্রিয়করণ ও কেপিআইগুলোর নিরাপত্তা জোরদার করার জন্য।
সাইবার অপরাধ প্রতিরোধেও তরুণ পুলিশ কর্মকর্তাদের ভূমিকা বাড়ানোর আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “পুলিশের ওপর হামলা কোনো অবস্থায় সহ্য করা হবে না। এমন ঘটনার পরপরই আইনগত ব্যবস্থা নিতে হবে।”
সভায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সভাপতিত্ব করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন রেঞ্জ, মেট্রোপলিটন এলাকা ও জেলার পুলিশ কর্মকর্তারা এতে যুক্ত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

