জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে উপজেলা জামায়াত ইসলামী বিক্ষোভ সমাবেশ করেছে। কালীগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর জামায়াতের আমীর মাওলানা আমিমুল এহসানের সঞ্চালনায় এবং উপজেলা জামায়াতের আমীর হাজী মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসন থেকে জামায়াতের প্রার্থী, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দসহ অন্যান্যের উপস্থিতি ছিল।
উপজেলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দলটি কর্মসূচীর অংশ হিসেবে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন সোনালী ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। এসময় মিছিলে কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি করা, নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন, উভয় কক্ষে proportional representation (PR) চালু করা, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদী গণহত্যার দৃশ্যমান বিচার, এবং আওয়ামী দল, জাতীয় পার্টি সহ ১৪ দলকে নিষিদ্ধ করার দাবি জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

