AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই: ইসি সচিব


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:০৫ পিএম, ২৭ অক্টোবর, ২০২৫

বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বর্তমান বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় ন্যাশনাল কনজারভেটিভ পার্টি (এনসিপি)-কে ওই প্রতীক বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি জানান, কমিশন নিজস্ব বিবেচনায় অন্য প্রতীক নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করবে।

সোমবার (২৭ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “শাপলা প্রতীক বিষয়ে কমিশনের আগের অবস্থান অপরিবর্তিত রয়েছে। এ নিয়ে কোনো নতুন প্রস্তাবও কমিশনের কাছে আসেনি।”

আরপিও (নির্বাচনী আইন) সংশোধনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা প্রসঙ্গে সচিব বলেন, “কমিশন দীর্ঘ সময় ধরে দলগুলোর সঙ্গে সংলাপ করেছে। এখন পর্যন্ত কোনো সাংঘর্ষিক বিষয় পাওয়া যায়নি। তাই অনুমাননির্ভর মন্তব্য করা অনুচিত।”

তিনি আরও জানান, কমিশন আরপিও সংশোধনের প্রস্তাবগুলো পাঁচটি দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করেছে—যেগুলো স্বচ্ছ ও গ্রহণযোগ্য, যেগুলো ভাষাগত বা সংখ্যাগতভাবে সামান্য সংশোধনযোগ্য, যেগুলোর জন্য রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন, যেগুলো বিদ্যমান আইনে ইতিমধ্যে নির্ধারিত, এবং যেগুলো কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!