মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে হরগজ এলাকায় মাটি ব্যবসায়ী মো. বিপ্লব হোসেনকে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
মানিকগঞ্জ জেলা প্রশাসক ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের দিকনির্দেশনায়, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা গুহ ইভা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, “অবৈধভাবে মাটি ব্যবসা ও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের অনুরোধ করছি—অবৈধভাবে মাটি বিক্রি বা ড্রেজার মেশিন চালানো থেকে বিরত থাকুন।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

