AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তফসিলের আগে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছে ইসি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৫৪ পিএম, ২৬ অক্টোবর, ২০২৫

তফসিলের আগে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তফসিল ঘোষণার আগে এই আলোচনা আয়োজন করা হচ্ছে।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এর অংশ হিসেবে ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে এই প্রস্তুতি ও মতবিনিময় সভা।

ইসির পাঠানো আমন্ত্রণপত্র অনুযায়ী, বৈঠকে অংশ নিতে ৩১ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে আহ্বান জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, সঙ্গে থাকবেন অন্য কমিশনাররাও।

আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন— মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, নৌপরিবহন, প্রবাসীকল্যাণ, পররাষ্ট্র, অর্থ, আইন, স্বাস্থ্য, তথ্য, স্থানীয় সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার সচিবগণ।

এছাড়া বৈঠকে অংশ নেবেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য দপ্তরের সচিবরা। জাতীয় সংসদ সচিবালয়ের সচিবও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থা ও দপ্তরের প্রধানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছেন— বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, ডাক অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক; বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান; এলজিইডি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস)।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ করা হয়েছে যেন তিনি ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)-এর নির্বাহী পরিচালক বা প্রতিনিধি পাঠান বৈঠকে।

এর আগে, ২০ অক্টোবর নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে। সভার উদ্দেশ্য ছিল আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করা।

এরও আগে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কমিশন বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে। ২৮ সেপ্টেম্বর নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ইসি। পরবর্তীতে ৬ অক্টোবর গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে দুটি পৃথক বৈঠকও অনুষ্ঠিত হয়।

নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দল ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আরও সংলাপ আয়োজনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!