AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে জামায়াতের গণসংযোগে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ



শেরপুরে জামায়াতের গণসংযোগে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ

শেরপুরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগকালে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াত।

রবিবার( ২৬ অক্টোবর) বিকেলে শহরের খোয়ারপাড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনে জামায়াতের সংসদ সদস্যপ্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-২ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের এমপি প্রার্থী নুরুজ্জামান বাদল, জেলা প্রচার বিভাগের সেক্রেটারি ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি প্রমুখ। সমাবেশে বক্তারা হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন।

ওইসময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসেন, শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন, সাধারণ সম্পাদক ডা. মো. হাসানুজ্জামান, জাহিদ আনোয়ার, আমিনুর রসূলসহ জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া গ্রামে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে বাধা ও হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় শনিবার মামলা দায়েরের পর এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান এবং রবিবার বিকালের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!