কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হচ্ছে। আগামী রোববার (২৬ অক্টোবর) এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে নতুন প্রজ্ঞাপন জারি হতে পারে।
কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা কমিটির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তবে হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ এখনও স্পষ্ট নয়। মূল পরিকল্পনা অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতা–কক্সবাজার রুটে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালুর কথা ছিল।
এর আগে চলতি বছরের ২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য দেশি ও বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সকে চিঠি পাঠানো হয়। পরে ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ–১ শাখা থেকে কক্সবাজার বিমানবন্দরকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

