আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে মহিলা দলের নেত্রীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বাগেরহাট-৩ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
তিনি বলেন, “নারীরা যদি মোরেলগঞ্জ-শরণখোলার প্রতিটি এলাকায় সংগঠিত হয়ে জনগণের পাশে দাঁড়ান, তবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে। মহিলা দলের নেত্রীদের ঘরে-বাইরে সমানভাবে কাজ করতে হবে।”
শুক্রবার (২৪ অক্টোবর) উপজেলার চিংড়িখালী ইউনিয়নে মহিলা দলের নেত্রীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী খায়রুজ্জামান শিপন বলেন, “আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলতেন, মন্দিরে যাওয়া হারাম — অথচ এখন সেই দলের নেতারাই মন্দিরে গিয়ে ধর্মের ব্যাখ্যা দিচ্ছেন।”
নারীদের উদ্দেশে তিনি আরও বলেন, “দেশে ধর্মভিত্তিক একটি দল ধর্মের আড়ালে প্রতারণার আশ্রয় নিচ্ছে। বিশেষ করে নারীদের ‘বেহেশতের টিকিট বিক্রির’ নামে বিভ্রান্ত করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্মকে ব্যবসার হাতিয়ার বানিয়ে তারা নারীদের আবেগ ও বিশ্বাসকে কাজে লাগাচ্ছে। প্রকৃতপক্ষে তারা লুটপাট ও স্বার্থ হাসিলের জন্য ধর্মকে ব্যবহার করছে। এটি শুধু সমাজকে বিপথে নিচ্ছে না, বরং ধর্মকেও অপমানিত করছে।”
তিনি নারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই ভণ্ড চক্রের ফাঁদে পা না দিয়ে সবাইকে সচেতন হতে হবে। দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এসব অপপ্রচার ও প্রতারণার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে এবং জনগণের পাশে রয়েছে। নারীরা সংগঠিত হলে প্রতারণামূলক চক্রগুলো ধ্বংস হয়ে যাবে।”
এসময় তিনি বাড়ি বাড়ি গিয়ে তারেক রহমান ও ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি শাহিন ফেরদৌসী হ্যাপী। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আল ইসলামসহ স্থানীয় বিএনপি ও মহিলা দলের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

