AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩২ পিএম, ২৪ অক্টোবর, ২০২৫

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে উভয়পক্ষ সম্প্রতি অনুষ্ঠিত উচ্চপর্যায়ের যোগাযোগ ও সফরগুলোর প্রশংসা করেন। এর মধ্যে গত আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর বিশেষভাবে আলোচনায় আসে।

এছাড়া গত এপ্রিলে ঢাকায় আয়োজিত পররাষ্ট্র সচিব পর্যায়ের ষষ্ঠ দ্বিপাক্ষিক পরামর্শ সভার অগ্রগতি নিয়েও মতবিনিময় হয়। একই সঙ্গে আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠককেও দুই পক্ষ স্বাগত জানায়।

সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “ভিসা প্রক্রিয়া সহজীকরণ, বিমান যোগাযোগ পুনরায় চালু করা এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতি দুই দেশের পারস্পরিক সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে।”

দুই দেশের প্রতিনিধি দল বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তিসহ একাধিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বাংলাদেশে দায়িত্ব পালনের ক্ষেত্রে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!