AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাসে নিন্দা জানাল বাংলাদেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:২৬ পিএম, ২৪ অক্টোবর, ২০২৫

ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাসে নিন্দা জানাল বাংলাদেশ

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পশ্চিম তীরে তথাকথিত ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ আরোপের লক্ষ্যে খসড়া আইন অনুমোদনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “বাংলাদেশ পুনর্ব্যক্ত করছে যে, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।”

বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব — বিশেষত প্রস্তাব ২৩৩৪-এর স্পষ্ট লঙ্ঘন করে পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে ইসরায়েল তার দখলদারিত্ব অব্যাহত রেখেছে।

ঢাকা আরও জানায়, সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) কর্তৃক প্রদত্ত ২২ অক্টোবরের উপদেষ্টা মতামতকে বাংলাদেশ স্বাগত জানায়। ওই মতামতে আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় ইসরায়েলের বাধ্যবাধকতা — বিশেষ করে যুদ্ধের অস্ত্র হিসেবে বেসামরিক জনগণকে অনাহারে রাখার নিষেধাজ্ঞা — স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে তাদের পাশে রয়েছে। ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ তার অটল অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!