AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৯:০০ পিএম, ২৪ অক্টোবর, ২০২৫

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়া ধলেশ্বরী নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তিন শিশু হলো—আলীনগর পশ্চিমপাড়ার মাসুক মিয়ার ছেলে মাহিন (৬), আবদুস সাত্তারের ছেলে নাজমুল হাসান সানিল (৫) এবং আবুল কালামের ছেলে মিশকাত (৪)। তারা পরস্পর চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে শিশু তিনজন বাড়ির পাশে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে তারা পাশের নদীরড় ধারে যায়। হঠাৎ অসাবধানতাবশত একে একে তিনজনই নদীর পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে এলাকাবাসী নদীতে নেমে উদ্ধার অভিযান চালায়।

প্রথমে স্থানীয়রা মাহিন ও মিশকাতকে উদ্ধার করে দ্রুত অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এরপর খবর পেয়ে অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে নাজমুল হাসান সানিলকে উদ্ধার করেন। তাকেও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। তিনটি শিশুর মৃত্যুর খবরে পরিবারের সদস্যরা বারবার মূর্ছা যাচ্ছেন, স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। 

স্থানীয়রা বলেন, একই পরিবারের তিনটি ফুলের মতো শিশুকে একসঙ্গে হারানো—এ যেন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল হক তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজন শিশুকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, তারা ডুবে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে।


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!