জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সম্মান জানিয়ে ‘অদম্য মেধাবী সংবর্ধনা’ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জবি শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জনাব নুরুল ইসলাম সাদ্দাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহম্মদ বিলাল হোসাইন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. তৌহিদ হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হাতে নগদ বৃত্তি, সম্মাননা ক্রেস্ট, সিরাত গ্রন্থ, কলমদানি ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

