বাংলাদেশ পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৮০ কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
মঙ্গলবার (২১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ শাখা থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ৩৩ জন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ১৮ জন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) এবং ২৯ জন পুলিশ পরিদর্শক (সশস্ত্র) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নতুন পদে পদোন্নতির পর তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

