নিয়ামতপুর (নওগাঁ) নওগাঁর নিয়ামতপুরে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে উপজেলা পর্যায়ে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজনে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ এবং সুইসকন্টাক্ট বাংলাদেশ যৌথ সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন।
ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রজেক্ট ম্যানেজার পজিদুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, থানার অফিসার ইনর্চাজ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন প্রকল্পের প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ সহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বরেন্দ্রভূমির পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। পানির স্তর ঠিক পর্যায়ে রাখতে বৃষ্টি পানি ধরে রাখা সহ বিভিন্ন দিক নিদের্শনা মূলক আলোচনা হয়। অন্যদিকে নিয়ামতপুর উপজেলায় নিদিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনাগার গড়ে তোলার আহবান জানান তারা।