নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে কিছু আবাসিক হোটেলে গোপনে দেহ ব্যবসার মতো অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানাচ্ছেন, দিনের পর দিন এসব কার্যক্রম চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
স্থানীয়দের অভিযোগ, গভীর রাত পর্যন্ত হোটেলগুলোতে সন্দেহজনক চলাচল দেখা যায়। কিছু হোটেলে নির্দিষ্ট দালালের মাধ্যমে নারীদের এনে দেহ ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এমনকি বাইরের জেলা থেকেও নারী আনার প্রমাণ মিলেছে বলে তারা উল্লেখ করেছেন।
এক প্রবীণ স্থানীয় বাসিন্দা বলেন, “প্রতিদিন রাত হলে হোটেলগুলোর সামনে নানা ধরনের লোকজনের আনাগোনা দেখা যায়। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।”
স্থানীয় এক ব্যবসায়ী জানান, “আমাদের দোকানপাটের সামনেই এসব হোটেল। পরিবারের সদস্যদের সঙ্গে চলাফেরা করতেও এখন অস্বস্তি লাগে।”
এ বিষয়ে বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, এলাকাবাসী দ্রুত প্রশাসনের কঠোর অভিযান এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন, যাতে সমাজবিরোধী কর্মকাণ্ড বন্ধ হয়ে এলাকাটি স্বাভাবিক পরিবেশে ফিরে আসে।
একুশে সংবাদ/এ.জে