AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাইফুজ্জামান চৌধুরীর দুই বাংলাদেশি এজেন্ট গ্রেপ্তার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১৪ পিএম, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

সাইফুজ্জামান চৌধুরীর দুই বাংলাদেশি এজেন্ট গ্রেপ্তার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্থপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে তার দুই সহযোগীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আটকরা হলেন আরামিট গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) উৎপল পাল এবং সাবেক মন্ত্রীর দেশীয় সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মো. আবদুল আজিজ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে দুদকের একটি টিম তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছে দুদক।

দুদক সূত্র জানায়, উৎপল পাল কেবল আরামিট পিএলসির কর্মকর্তা নন, তিনি সাইফুজ্জামান চৌধুরীর ব্যক্তিগতভাবে বিদেশি সম্পদ গঠন ও ব্যবস্থাপনার দায়িত্বও পালন করতেন। তার কাছ থেকে উদ্ধার হওয়া দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোনে পাচার চক্রের গুরুত্বপূর্ণ নথি মিলেছে। সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। অন্যদিকে, আব্দুল আজিজ সম্পত্তি ক্রয়-বিক্রয় ও রক্ষণাবেক্ষণ কাজ করতেন বলে জানা গেছে।

এ ঘটনায় সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া চলছে। প্রায় ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মন্ত্রী, তার স্ত্রী এবং ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ অন্তত ৫০ জনের বিরুদ্ধে মামলার তদন্ত এগিয়ে নিচ্ছে দুদক।

আদালতের আদেশে ইতোমধ্যেই সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিদেশি স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে। শুধু যুক্তরাজ্যেই তাদের নামে ৩৪৩টি বাড়ি-অ্যাপার্টমেন্ট, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি স্থাবর সম্পদ রয়েছে। এছাড়া বাংলাদেশে থাকা তাদের ৩৯টি ব্যাংক হিসাবও ফ্রিজ করা হয়েছে, যেখানে প্রায় ৫ কোটি ২৭ লাখ টাকা জমা রয়েছে। একইসঙ্গে ১০২ কোটি টাকার শেয়ার ও প্রায় এক হাজার বিঘা জমি জব্দ করেছে আদালত।

গত বছর (২০২৪ সালের ৭ অক্টোবর) আদালত সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!