AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:৫৬ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে আসছে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৬ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি জানান, প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে চার রাজনৈতিক নেতাও যাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি আখতার হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারই প্রথম জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক বসবে। সেখান থেকে সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্যও বৈঠক আয়োজন হতে পারে, যেখানে বাংলাদেশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন। উচ্চপর্যায়ের আরও কয়েকটি বৈঠকে তিনি নিজেও উপস্থিত থাকবেন।

বিদেশ সফরের সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে হামলার চেষ্টার প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “যে গাড়িতে হামলা চালানো হয়েছিল, তাতে মাহফুজ আলম ছিলেন না। পশ্চিমা দেশে স্লোগান বা প্রতিবাদে বাধা দেওয়া হয় না। তবে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে না বলেই আমরা মনে করি।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!