AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৪১ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট দিতে পারবেন না। নির্বাচন কমিশন (ইসি) তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করায় তিনি ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন না। একই কারণে তার পরিবারের অন্যান্য সদস্যেরাও ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “প্রবাসী বা দেশের বাইরে অবস্থানরত নাগরিকরা অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভোট দিতে পারবেন। তবে এর জন্য এনআইডি নম্বর প্রয়োজন। যাদের এনআইডি লক অবস্থায় আছে, তারা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। ভোট দিতে পাসপোর্ট নয়, এনআইডিই বাধ্যতামূলক।”

ইসি সূত্রে জানা যায়, গত এপ্রিল মাসে এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশে শেখ হাসিনা ও তার পরিবারের মোট ১০ সদস্যের এনআইডি ব্লক করা হয়। এদের মধ্যে রয়েছেন— শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, রেহানার সন্তান টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রুপন্তি ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। এছাড়া শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক এবং মেয়ে বুশরা সিদ্দিকও এই তালিকায় আছেন।

ইসি সচিব আরও জানান, বিদেশে থাকা বা মামলার কারণে পালিয়ে থাকা কেউ ভোট দিতে চাইলে তার এনআইডি সক্রিয় থাকতে হবে। যাদের এনআইডি ব্লক, তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ও তার সরকার পতন হয়। পরে তিনি এবং তার পরিবারের সদস্যরা ভারতে চলে যান। একই সময়ে আওয়ামী লীগের বহু নেতা-কর্মীও দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নেন। সরকার ইতোমধ্যেই আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে, তবে দলের যেসব নেতার এনআইডি সচল আছে তারা ভোট দিতে পারবেন।

তবে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কতজন নেতার এনআইডি লক করা হয়েছে তা এখনও পরিষ্কার নয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!