AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাপ্তাই হ্রদের পানি সীমাবদ্ধতার দাবিতে স্মারকলিপি প্রদান


Ekushey Sangbad
বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি, রাঙ্গামাটি
০৬:৪০ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

কাপ্তাই হ্রদের পানি সীমাবদ্ধতার দাবিতে স্মারকলিপি প্রদান

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু, বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, নানিয়ারচর, বিলাইছড়ি, কাপ্তাই ও রাঙামাটি সদর উপজেলার সাধারণ জনগণের পক্ষে চারজন আইনজীবী কাপ্তাই হ্রদের পানির সর্বোচ্চ সীমা নির্ধারণে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি জমা দিয়েছেন।

স্মারকলিপিতে বলা হয়, প্রতিবছর বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে ১০৫ ফুটের উপরে গেলে ফসলি জমি, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়সহ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এতে হাজারো মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান ও কর্মসংস্থান সংকটে পড়ে। কেবল কৃষি নয়, মানুষের জীবন ও জীবিকার ওপর নেমে আসে ভয়াবহ দূর্ভোগ।

এ অবস্থার স্থায়ী সমাধান হিসেবে কাপ্তাই হ্রদের পানির সর্বোচ্চ সীমা ১০৫ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখার দাবি জানানো হয়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন—এডভোকেট মো. রহমত উল্লাহ (বাঘাইছড়ি), এডভোকেট আলাউদ্দিন (লংগদু), এডভোকেট মাসুম (নানিয়ারচর), এবং এডভোকেট ফরহাদ চৌধুরী (রাঙামাটি সদর)।

আইনজীবীরা স্মারকলিপিতে উল্লেখ করেন, জেলা প্রশাসকের হস্তক্ষেপে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে বন্যা-দুর্গত মানুষ স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবেন।

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!