AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ৪ মাস নির্ধারণ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:০৮ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ৪ মাস নির্ধারণ

ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ছয় মাস থেকে কমিয়ে চার মাস করেছে সরকার। এর মধ্যে তিন মাস থাকবে প্রতিষ্ঠানভিত্তিক প্রশিক্ষণ এবং বাকি এক মাস মাঠপর্যায়ের ওরিয়েন্টেশন ও গ্রাম সংযুক্তি কার্যক্রমে ব্যয় হবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরও জানানো হয়, সরকারি কর্মকর্তাদের মাস্টার্স ও পিএইচডি কোর্সে ভর্তির বয়সসীমা পূর্বের ৪৫ বছর থেকে বাড়িয়ে ৪৭ বছর করা হয়েছে। এছাড়া পিএইচডি শিক্ষার্থীদের প্রতি বছর তত্ত্বাবধায়কের কাছ থেকে অগ্রগতি প্রতিবেদন সংগ্রহ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাতে হবে। প্রতিবেদন জমা না দিলে তাদের বেতন স্থগিত করা হবে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভায় বলেন, “সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে মূল্যায়নের আওতায় আনতে হবে। কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, মান কেমন—এসবের ভিত্তিতে কেন্দ্রগুলোর র‍্যাংকিং করতে হবে এবং নিয়মিতভাবে তা পর্যবেক্ষণ করতে হবে।”

তিনি আরও জানান, একটি স্বাধীন ইউনিট গঠন করে গবেষণা প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়নের উদ্যোগ নিতে হবে। এতে প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক কার্যক্রম ও লক্ষ্য বোঝা যাবে। বিদেশে প্রশিক্ষণ গ্রহণকারী কর্মকর্তাদের তথ্যও ওই ইউনিটে সংরক্ষণ করা হবে।

সভায় সঞ্জীবনী প্রশিক্ষণের নাম পরিবর্তন করে দক্ষতা নবায়ন প্রশিক্ষণ রাখা হয়। এই কোর্স হালনাগাদকৃত কারিকুলামের আলোকে মাঠপর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আয়োজন করতে হবে। এছাড়া উচ্চশিক্ষায় আংশিক বৃত্তি পাওয়া কর্মকর্তাদেরও প্রেষণ অনুমোদন দেওয়া হবে।

প্রশিক্ষণে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তুলতে মোরালিটি, বিহেভিরিয়াল সায়েন্স এবং কোড অব এথিক্স সংক্রান্ত মডিউল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রম ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সার্বিক মূল্যায়নের জন্য গবেষণা, পরিবীক্ষণ ও মূল্যায়ন প্রক্রিয়া চালানোর বিষয়েও সিদ্ধান্ত হয়।

সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদকে সভাপতি করে একটি নির্বাহী কমিটি (ইসিএনটিসি) গঠন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!