AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করল ইসি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:১৬ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করল ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার মোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। গড়ে প্রায় তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরা হয়েছে। সে হিসাব অনুযায়ী এবার মোট কেন্দ্র দাঁড়াচ্ছে ৪২ হাজার ৬১৮টি।

ভোটকক্ষের বিষয়ে সচিব জানান, পুরুষ ভোটারের জন্য ৬০০ জনের অনুপাতে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি কক্ষ এবং নারী ভোটারের জন্য ৫০০ জনের অনুপাতে ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। ফলে সার্বিকভাবে ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।

পূর্বের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৫০টি। অর্থাৎ এবার আরও কিছু কেন্দ্র বৃদ্ধি পেয়েছে। খসড়া তালিকা নিয়ে দাবি ও আপত্তি আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। এসব নিষ্পত্তি শেষে ১২ অক্টোবর সিদ্ধান্ত জানানো হবে। এরপর ২০ অক্টোবর চূড়ান্ত ভোটকেন্দ্র তালিকা প্রকাশ করবে ইসি।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!