AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপ, নিষিদ্ধ থাকবে মদ-গাঁজার আসর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৮ পিএম, ৮ সেপ্টেম্বর, ২০২৫

সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপ, নিষিদ্ধ থাকবে মদ-গাঁজার আসর

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মন্দির ও পূজামণ্ডপগুলোতে ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি পর্যাপ্ত আনসার সদস্য মোতায়েন করা হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) পূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, পূজাকে ঘিরে মণ্ডপের আশপাশে মেলা বসলেও সেখানে মদ ও গাঁজা সংক্রান্ত আসর বসতে দেওয়া হবে না। “এবার এসব মেলা হবে না। গাঁজা-মদের আসর বসানো যাবে না,” বলেন তিনি।

তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় পূজা মণ্ডপের দায়িত্ব পালন করবে বিজিবি, আর সারাদেশের অন্যান্য মণ্ডপে আনসার সদস্যরা নিরাপত্তায় থাকবেন।

ঢাকার প্রতিমা বিসর্জন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সুশৃঙ্খলভাবে এক লাইনে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা থাকবে। কে আগে, কে পরে প্রতিমা বিসর্জন দেবে তা ধারাবাহিকভাবে অনুসরণ করতে হবে।

তিনি উল্লেখ করেন, পূজা আয়োজক কমিটিগুলো এবার কোনো উদ্বেগ প্রকাশ করেনি। গতবারের মতো এবারও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!