AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাবেক জ্যেষ্ঠ সচিব শহীদ খান গ্রেপ্তার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৩ পিএম, ৮ সেপ্টেম্বর, ২০২৫

সাবেক জ্যেষ্ঠ সচিব শহীদ খান গ্রেপ্তার

আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করা সাবেক আমলা আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, শাহবাগ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হবে।

শহীদ খানের রাজনৈতিক-প্রশাসনিক ক্যারিয়ার বেশ উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। তিনি ১৯৯৬ সালে সচিবালয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে গঠিত ‘জনতার মঞ্চের’ অন্যতম সংগঠক ছিলেন। ওই সময় থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি শেখ হাসিনার উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন।

তবে বিএনপি ক্ষমতায় ফিরে এলে ২০০১ সালের পর দীর্ঘ সময় তাকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকতে হয়। পরে ২০০৮ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে দ্রুত সময়ে চার ধাপে পদোন্নতি পেয়ে জ্যেষ্ঠ সচিব পদে উন্নীত হন তিনি।

 

একুশে সংবাদ/কি.প্র/এ.জে

Link copied!