স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ডিসেম্বরেই নির্বাচন চাওয়া সত্ত্বেও এখন অনেকেই ভোট পেছানোর ষড়যন্ত্রে জড়িত। তাদের মূল লক্ষ্য আওয়ামী লীগকে পুনর্বাসন করা।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর নবনিযুক্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “যারা নির্বাচন বানচালের পাঁয়তারা করছে, নির্বাচন হলে তাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।” তিনি আরও বলেন, “বাংলাদেশে প্রচলন ছিল, যে সরকার ক্ষমতায় থাকে তারা নিজেদের লোক নিয়োগ দেয়। কিন্তু আমরা চেষ্টা করছি স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ দিতে। মেধাবীরাই দেশের সম্পদ—তাদের নিয়োগে কোনো স্বজনপ্রীতি বা ঘুষের অভিযোগ আসেনি।”
তিনি নবনিযুক্তদের উদ্দেশে বলেন, “এখন সময় এসেছে দেশের জন্য প্রতিদান দেওয়ার।”
জাতীয় পার্টির কার্যালয়ে হামলার প্রসঙ্গে উপদেষ্টা আসিফ বলেন, “এটি অত্যন্ত নিন্দনীয়। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজনৈতিক কর্মসূচি আর জনতার উচ্ছৃঙ্খল আচরণের মধ্যে পার্থক্য আছে। লাশ পোড়ানোর মতো ঘটনা নিন্দনীয়। কার অবহেলায় এ পরিস্থিতি তৈরি হলো এবং কার দায় রয়েছে—তা খতিয়ে দেখা হবে।”
একুশে সংবাদ/কা.বে/এ.জে