অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহ অনুসরণ করলে আজকের দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব।
প্রধান উপদেষ্টা বলেন, মহানবী (সা.) ‘রাহমাতুল্লিল আলামিন’ অর্থাৎ সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরিত। তিনি মানুষকে সব ধরনের অন্যায়, কুসংস্কার ও দাসত্বের অন্ধকার থেকে মুক্ত করে আলোকোজ্জ্বল পথ দেখিয়েছেন। কোরআনে তাঁর জীবনকে ‘উসওয়াতুন হাসানাহ’ বা সুন্দরতম আদর্শ হিসেবে বর্ণনা করা হয়েছে।
ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, মহানবীর জীবনাদর্শ ও সুন্নাহ ধর্মীয় ও পার্থিব জীবনের জন্য সর্বোত্তম অনুসরণীয়। মুসলমানদের জন্য এতে অন্তহীন কল্যাণ, শান্তি ও সফলতার পথ নিহিত রয়েছে।
তিনি কামনা করেছেন, ঈদে মিলাদুন্নবী সবার মাঝে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এবং মুসলিম উম্মাহর ঐক্য আরও সুসংহত হোক। মহানবীর সুমহান জীবনাদর্শ লালন ও অনুসরণের মাধ্যমে ইহকালীন ও পরকালীন জীবনের সার্বিক কল্যাণ নিশ্চিত হোক।
একুশে সংবাদ/এ.জে