চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের হাটচাতালে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম. মজিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোসলে উদ্দিন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ।
প্রধান অতিথি মাসউদা আফরোজ হক শুচি বলেন, "খুনি হাসিনা তার অপকর্মের কারণে আজ দেশ থেকে বিতাড়িত। তার গুম ও খুনের কারণে দীর্ঘ ১৫ বছর আমরা কষ্টে ছিলাম। বর্তমানে আমরা ভাল আছি, আলহামদুলিল্লাহ। আমরা শহীদ জিয়ার আদর্শে দেশ গড়তে চাই।"
সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা দেশাত্মবোধক ও স্বৈরাচার বিরোধী সংগীত পরিবেশন করেন।
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে