আসন্ন নির্বাচনে কোনো ধরনের অন্যায় আচরণ সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, ভুল হতেই পারে, তবে অন্যায় বরদাশত করা হবে না।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য প্রণীত নীতিমালা ২০২৫–এর ওপর মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ইসি মাছউদ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য। সাংবাদিকদের দেওয়া সংশোধনী প্রস্তাব বিবেচনায় নিয়ে ইসি জনগণের জন্য স্বচ্ছ ও ন্যায়সঙ্গত নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলবে।
সভায় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমদ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কমিশনার বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
আলোচনায় কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, আস্থার সংকট এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। আস্থা পুনরুদ্ধার করা কমিশনের প্রথম দায়িত্ব। সভায় আরএফইডি সভাপতি কাজী জেবেল নীতিমালার খসড়া হস্তান্তর করেন এবং সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
একুশে সংবাদ/কা.ক/এ.জে