বাংলাদেশে বর্তমানে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।
তিনি জানান, এ বছর দ্বিতীয়বার হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত সম্পূরক তালিকা অনুযায়ী, পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।
সচিব আরও বলেন, খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। চূড়ান্ত প্রক্রিয়ায় অতিরিক্ত আরও ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জন যুক্ত হওয়ায় মোট ভোটার বেড়েছে ৪৭ লাখ ৮ হাজার ৮৫৮ জন।
এর আগে গত ১০ আগস্ট প্রকাশিত খসড়া তালিকায় ৪৬ লাখের বেশি নতুন ভোটারের তথ্য যুক্ত হয়েছিল। দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে এবার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
অন্তর্বর্তী সরকার জানিয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন, তারাও ভোটার তালিকায় যুক্ত হবেন।
ইসি সচিব আখতার আহমেদ জানান, এ বছর তিন ধাপে ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২ মার্চ প্রকাশিত প্রথম তালিকায় ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখের বেশি। পরে বাদ পড়া তথ্য হালনাগাদ করে ৩১ আগস্ট প্রকাশিত তালিকায় যুক্ত হয়েছে নতুন ভোটার। আর অক্টোবরের শেষ নাগাদ ১৮ বছর পূর্ণ করা নাগরিকরাও তালিকায় অন্তর্ভুক্ত হবেন। তখনই জাতীয় নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার সংখ্যা নির্ধারিত হবে।
একুশে সংবাদ/এ.জে