শেরপুরের ঝিনাইগাতীতে সহকারী শিক্ষিকা সুলতানা পারভীনের ওপর বাশার বাহিনীর সন্ত্রাসী হামলা, শ্লীলতাহানি ও দাঁত ভেঙে দেওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বন্দভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন আয়োজন করে বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, কালীনগর এলাকার বাশার, দেলোয়ার গংরা পরিকল্পিত ও সন্ত্রাসী কায়দায় শিক্ষিকা সুলতানা পারভীনের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে তাকে শ্লীলতাহানি করে এবং লোহার রড দিয়ে আঘাত করে নিচের পাটির একটি দাঁত ভেঙে দেয়। এ ধরনের ন্যাক্কারজনক বর্বরতা পুরো শিক্ষা সম্প্রদায়কে স্তম্ভিত করেছে বলে বক্তারা মন্তব্য করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন—ভুক্তভোগী শিক্ষিকা সুলতানা পারভীন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম, এবং ভুক্তভোগীর স্বামী মো. মাসুদুর রহমান প্রমুখ।
মানববন্ধনে শিক্ষক–শিক্ষার্থী ছাড়াও এলাকাবাসী বিপুল সংখ্যায় অংশ নেন। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত শুক্রবার (১৫ নভেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে পূর্ব বিরোধের জেরে বন্দভাটপাড়া এলাকায় বাদী মো. মাসুদুর রহমান ও তার স্ত্রী সুলতানা পারভীনের ওপর একই সাকিনের কয়েকজন প্রতিবেশী বাশার বাহিনী মারাত্মক হামলা চালায়। লিখিত অভিযোগে বাদী জানান, পারিবারিক ও জমি–জমা সংক্রান্ত বিরোধের কারণে
আবুল বাশার (৫২),দেলোয়ার হোসেন (৩৫),গুলেরা বেগম (৫০) সহ আরও কয়েকজন ধারালো অস্ত্র ও লাঠি–সোটা নিয়ে বাড়িতে এসে তাদের ওপর চড়াও হয়। প্রতিবাদ করলে তারা বাড়িতে অনধিকার প্রবেশ করে বাদীকে মারধর করে। বাদীর স্ত্রী সুলতানা পারভীন এগিয়ে এলে অভিযুক্ত আবুল বাশার লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন। রডটি তার মুখে লেগে নিচের পাটির একটি দাঁত ভেঙে যায়। এ ছাড়া অভিযোগে উল্লেখ করা হয়—দেলোয়ার হোসেন সুলতানা পারভীনের গলা থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় ওই নারীকে টেনে–হিঁচড়ে শ্লীলতাহানিরও শিকার হতে হয়।
স্থানীয়রা জানান, আহত দম্পতিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তপূর্বক আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

