AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ৬৫ বছর বয়সে প্রথম পরীক্ষা করালেন আজিজুল


Ekushey Sangbad
পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
০৪:১৯ পিএম, ১৭ নভেম্বর, ২০২৫

পীরগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ৬৫ বছর বয়সে প্রথম পরীক্ষা করালেন আজিজুল

বয়স ৬৫ ছুঁয়েছে অনেক আগেই। জীবনের বড় একটা সময় কেটেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে। কৃষিকাজ আর সংসারের ঘানি টানতে টানতে নিজের শরীরের যত্ন নেওয়ার সুযোগ খুব একটা হয়নি কখনো। তবে এবার আর অবহেলা নয়—জীবনে প্রথমবারের মতো নিজের শরীরে নীরব ঘাতক ‘ডায়াবেটিস’ বাসা বেঁধেছে কি না, তা জানতে হাজির হয়েছেন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন আজিজুল হক।

সোমবার (১৭ নভেম্বর) সকালে পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল চত্বরে দেখা মেলে আজিজুল হকের। পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে সেখানে চলছিল বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প।

সকাল থেকেই হাসপাতাল চত্বর ছিল উৎসবমুখর। শুধু আজিজুল হকই নন—উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বয়স্ক নারী-পুরুষের দীর্ঘ লাইন নজরে পড়ে। সবার উদ্দেশ্য একটাই—বিনামূল্যে রক্তের শর্করা পরীক্ষা করা এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া।

আজিজুল হক বলেন, “বয়স তো কম হলো না, কিন্তু এর আগে কোনোদিন ডায়াবেটিস মাপাইনি। শুনলাম এখানে বিনা পয়সায় পরীক্ষা হচ্ছে, তাই আসলাম। শরীরটা ভালো আছে কি না, তা জানা দরকার।”

গ্রামাঞ্চলে এখনও স্বাস্থ্যসচেতনতার ঘাটতি এবং অর্থের সংকটে অনেক মানুষ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না। এমন বাস্তবতায় পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে স্বস্তির বার্তা এনে দিয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা ক্যাম্পে প্রায় দুই শতাধিক মানুষ সেবা গ্রহণ করেন।

আয়োজকদের দাবি, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই তাদের মূল লক্ষ্য। আজিজুল হকের মতো যারা জীবনে প্রথমবারের মতো স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পেয়েছেন—তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই এই উদ্যোগের সার্থকতা প্রমাণ করে।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন। এ সময় উপজেলা বিএনপি ও পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সহসভাপতি রেজওয়ানুল ইসলাম, পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য ইলিয়াস আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলনসহ ডায়াবেটিস হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!