মুক্তিযোদ্ধাদের নতুন সংগঠন ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে পুলিশ হেফাজতে নিয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের কিছু নেতার নামও শোনা গেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল আসাদ জানিয়েছেন, আটককৃতদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হবে।
এর আগে সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সংবিধান’ শিরোনামে এক গোলটেবিল বৈঠক আয়োজন করে ‘মঞ্চ ৭১’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা থাকলেও গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেন উপস্থিত হননি।
একুশে সংবাদ/জা.নি/এ.জে