ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম।
বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়নের আদেশ জারি করা হয়।
শফিকুল ইসলাম ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তিনি এর আগে ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে দায়িত্ব পালন করেছেন।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সন্তান শফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৯৯ সালে বিসিএসে যোগদানের পর তিনি প্রথমে লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবেও দায়িত্ব পালন করেন।
একুশে সংবাদ/স.ট/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
