সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দিয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ ২১ অক্টোবর এ বিষয়ে পুনরায় শুনানি করবে।
বুধবার (২৭ আগস্ট) রিভিউ শুনানির দ্বিতীয় দিনে প্রধান বিচারপতি বলেন, আপিল বিভাগ সাময়িক সমাধান হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিতে চায় না। বরং এমন একটি কার্যকর ও স্থায়ী সমাধান চাই যা বারবার বিঘ্নিত হবে না। তিনি প্রশ্ন তোলেন, “যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেওয়া হয়, তবে এটি কখন থেকে কার্যকর হবে?”
শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, গত দেড় দশকে মানুষ বিভিন্নভাবে শোষিত হয়েছে—গুম, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে। তাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল এবং সেই প্রেক্ষাপট থেকে নির্ধারিত হয়েছিল কে প্রধান বিচারপতি ও সরকার প্রধান হবেন। জনগণের ক্ষমতাকে অবজ্ঞা করলে বিপ্লবের পরিস্থিতি তৈরি হয়, উল্লেখ করেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে ১৯৯৬ সালে অন্তর্ভুক্ত করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। পরে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল করে। এরপর পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয় এবং ৩ জুলাই গেজেট প্রকাশ করা হয়।
গত ১৭ ডিসেম্বর হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে।
একুশে সংবাদ/চ.ট/এ.জে