AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংসদীয় আসনের সীমানা নির্ধারণে শুনানি শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১৭ পিএম, ২৪ আগস্ট, ২০২৫

সংসদীয় আসনের সীমানা নির্ধারণে শুনানি শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তাবিত আসন সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে চার দিনের শুনানি শুরু হয়েছে। রোববার (২৪ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনের অডিটরিয়ামে কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের শুনানির মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ কমিশনের চার সদস্য উপস্থিত ছিলেন। আপত্তি জানানো ব্যক্তি কিংবা তাদের অনুমোদিত আইনজীবীদের অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

দিনের প্রথম পর্বে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫ আসনের শুনানি হয়। বিকাল আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কুমিল্লা-৬, ৯, ১০ ও ১১ আসনের এবং সাড়ে ৩টা থেকে ৫টার মধ্যে নোয়াখালী-১, ২, ৪, ৫; চাঁদপুর-২, ৩; ফেনী-৩ ও লক্ষ্মীপুর-২, ৩ আসনের শুনানি অনুষ্ঠিত হবে।

ইসি সূত্র জানায়, আসন সীমানা পরিবর্তনের দাবিতে মোট ১,৭৬০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬৮৩টি আবেদন এসেছে কুমিল্লা অঞ্চল থেকে, আর সর্বনিম্ন ৭টি আবেদন এসেছে রংপুর থেকে। একক আসন হিসেবে সর্বাধিক ৩৬২টি আবেদন জমা পড়ে কুমিল্লা-১ আসনের বিরুদ্ধে। পিরোজপুর-১, ২ ও ৩ আসনের জন্য ২৮৭টি এবং সিরাজগঞ্জ-৫ ও ৬ আসনের জন্য ২২০টি আবেদন জমা পড়ে। ঢাকার আসনগুলোর মধ্যে সর্বোচ্চ ৭৯টি আবেদন জমা হয় ঢাকা-১ আসনে।

আগামী ২৭ আগস্ট পর্যন্ত শুনানি চলবে। এরপর দাবি–আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা ঘোষণা করবে নির্বাচন কমিশন।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!