AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমরা নির্বাচনে জোট করব না: ডা. শফিকুর রহমান


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সিলেট
১২:১৮ পিএম, ৫ নভেম্বর, ২০২৫

আমরা নির্বাচনে জোট করব না: ডা. শফিকুর রহমান

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনও জোট গঠন করবে না বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমরা কোনও জোট করছি না, বরং নির্বাচনী সমঝোতার পথে এগোচ্ছি। শুধু ইসলামী দল নয়, দেশপ্রেমিক ও প্রতিশ্রুতিশীল যারা আছেন, তারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আগামীতে আরও অনেক দল এই নির্বাচনী সমঝোতায় অংশ নেবে।”

তৃতীয়বারের মতো দলের আমির নির্বাচিত হওয়ার পর নিজ এলাকায় ফিরে বিমানবন্দরে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

গণভোট ইস্যুতে জামায়াতের অবস্থান পুনর্ব্যক্ত করে ডা. শফিকুর বলেন, “গণভোট আগে না হলে জাতীয় নির্বাচনের ভিত্তি তৈরি হবে না। তাই আমরা চাই, গণভোটের মাধ্যমে জুলাই সনদ আইনি স্বীকৃতি পাক।”

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আওয়ামী লীগ নিজেরাই নির্বাচন চায়নি। যেটা তারা চায় না, সেটা তাদের ওপর চাপিয়ে দেওয়া অন্যায় হবে।”

জনগণের উদ্দেশে জামায়াত আমির বলেন, “দুঃশাসনের কারণে মানুষ রাস্তায় নেমেছিল। পরিবর্তনের যে ধারা শুরু হয়েছে, সেটি টিকিয়ে রাখতে হলে দুর্নীতি নির্মূল করতে হবে। আমি দুর্নীতি করব না, কাউকে করতে দেব না—এই অঙ্গীকারে ঐক্যবদ্ধ হতে হবে।”

পি আর (Proportional Representation) পদ্ধতি এবং নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে তিনি আরও বলেন, “গণতন্ত্রে একাধিক দল ও আদর্শ থাকা প্রয়োজন। আমাদের পি আর পদ্ধতির দাবি গণতান্ত্রিক কাঠামোর শ্রেষ্ঠ রূপ। জনগণ এই দাবিকে সমর্থন করবে বলে আমরা বিশ্বাস করি। ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি, তা বিলম্ব হলে নানা জটিলতা তৈরি হতে পারে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!