AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজার সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৫৯ পিএম, ২১ আগস্ট, ২০২৫

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজার সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

আগামী ২৪ থেকে ২৬ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যু নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্বের প্রায় ৪০টি দেশের প্রতিনিধি এ সম্মেলনে যোগ দেবেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ২৫ আগস্ট সম্মেলনে অংশ নিতে কক্সবাজার যাচ্ছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকটকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং আন্তর্জাতিক মহলে বিষয়টি আবার আলোচনার কেন্দ্রে আনতে একাধিক বড় সম্মেলনের পরিকল্পনা নিয়েছে।

প্রেস সচিব আরও জানান, কক্সবাজারের এ আয়োজনের পর আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে সবচেয়ে বড় সম্মেলন হবে, যেখানে প্রায় ১৭০ দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এরপর কাতারের দোহায় আরেকটি সম্মেলনের আয়োজন হবে।

কক্সবাজারের সম্মেলনের মূল উদ্দেশ্য হলো রোহিঙ্গাদের নানা সমস্যা ও সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা এবং জাতিসংঘসহ বিভিন্ন বৈশ্বিক সংস্থাকে আরও সক্রিয় করা।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদও উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!