সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবগুলোর একটি শুভ জন্মাষ্টমী আজ শনিবার (১৬ আগস্ট) সারা দেশে উদ্যাপিত হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে দিনটি বিশেষ তাৎপর্য বহন করে।
হিন্দু শাস্ত্র মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীতে মহাবতার শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, তিনি অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা, দুষ্টের দমন ও শিষ্টের রক্ষার জন্য অবতীর্ণ হয়েছিলেন। যখন অশুভ শক্তি ন্যায়, সত্য ও কল্যাণকে বিপন্ন করেছিল, তখন মানবতার রক্ষা ও ধর্ম প্রতিষ্ঠার জন্য তার জন্ম ঘটে।
উপলক্ষটি ঘিরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল আটটায় চণ্ডীপাঠ ও গীতাযজ্ঞের মধ্য দিয়ে দিনের অনুষ্ঠান শুরু হয়। বিকেল তিনটায় পলাশীর মোড়ে কেন্দ্রীয় জন্মাষ্টমী শোভাযাত্রার উদ্বোধন করবেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি। রাতে ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হবে পূজা ও ধর্মীয় অনুষ্ঠান।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, দিনব্যাপী আয়োজনের মধ্যে দেশ ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হবে।
একুশে সংবাদ/এ.জে