AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮টি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩২ পিএম, ১২ আগস্ট, ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮টি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়াবে ৪৫ হাজার ৯৮টি। এসব কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি এবং ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন।

ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

সভায় জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। সে সময় ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৪৮টি এবং ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ শেষে আসন্ন নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জনে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে (জন্ম তারিখ ১ জানুয়ারি ২০০৮ পর্যন্ত ভোটারদের অন্তর্ভুক্ত করে)।

ভোটার বৃদ্ধির ফলে এবার অতিরিক্ত ২ হাজার ৯৫০টি ভোটকেন্দ্র এবং ১৯ হাজার ভোটকক্ষ যুক্ত হবে। এর ফলে মোট ভোটকেন্দ্র দাঁড়াবে ৪৫ হাজার ৯৮টি এবং ভোটকক্ষ ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি।

সভায় আরও জানানো হয়, এসব কেন্দ্রে ভোটগ্রহণের জন্য প্রয়োজন হবে ৮ লাখ ৮৬ হাজার ৭৯০ জন কর্মকর্তার। তবে পূর্বের মতোই প্রয়োজনের চেয়ে ১০% বেশি কর্মকর্তা প্যানেলভুক্ত করে, তার মধ্যে ৫% অতিরিক্ত কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হবে। সেই হিসাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশিক্ষণ নিতে হবে প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন ভোটগ্রহণ কর্মকর্তাকে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!