ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ (১০ আগস্ট) খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকার তথ্যে ভুল থাকলে আগামী ১২ দিনের মধ্যে সংশোধনের সুযোগ মিলবে।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ জানিয়েছে, এবার তালিকায় নতুন করে যুক্ত হচ্ছেন প্রায় ৪৪ লাখ ভোটার। খসড়া তালিকা উপজেলা পর্যায়ের নির্ধারিত স্থানে সাঁটিয়ে দেবেন কর্মকর্তারা।
তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অযোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া, ভোটার স্থানান্তর এবং অন্যান্য ত্রুটি সংশোধনের জন্য ২১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। এসব আবেদন নিষ্পত্তি হবে ২৪ আগস্টের মধ্যে।
সবশেষে অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
একুশে সংবাদ/আ.ট/এ.জে