AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস চলাকালে দু’পক্ষের বাকবিতণ্ডা


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০২:২১ পিএম, ৫ আগস্ট, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস চলাকালে দু’পক্ষের বাকবিতণ্ডা

চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট চত্বরে ‘চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে’ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা ও সক্রিয় আন্দোলনকারীরা। কর্মসূচির শুরুতে দিবসটির গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিডিও বার্তা প্রদর্শিত হয়। এরপর ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের চিত্র তুলে ধরা হয় এবং নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। শুরুতে বক্তব্য রাখেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সফিকুল বারী, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল, জুলাই যোদ্ধা আব্দুর রাহিম ও ‘জুলাই কন্যা’ লিমা আখতার।

তবে অনুষ্ঠানটি বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় জুলাই যোদ্ধা সাব্বির আহম্মেদের বক্তব্য প্রদানকালে। অভিযোগ রয়েছে, বক্তব্য চলাকালে অপরপক্ষ বাধা প্রদান করে, যার ফলে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাৎক্ষণিক হস্তক্ষেপ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়। পরে আলোচনা সভা পুনরায় শুরু হয়ে নির্ধারিত সময় পর্যন্ত অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ কর্মসূচির শেষ অংশে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!