নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় বেগমগঞ্জ পাইলট স্কুলের মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগমগঞ্জ-৩ আসনের সাবেক এমপি বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, “৭ নভেম্বর শুধু একটি দিন নয়, এটি বাংলাদেশের ইতিহাসে জনগণের মুক্তির এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আজ দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় আবারও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব শামীমা বরকত বাকী, সাবেক সদস্য নোয়াখালী জেলা বিএনপি, জনাব জহির উদ্দিন হারুন, আহ্বায়ক চৌমুহনী পৌরসভা বিএনপি, জনাব মোঃ মাহফুজুল হক আবেদ, সদস্য সচিব বেগমগঞ্জ উপজেলা বিএনপি, জনাব নাজমুল গণি চৌধুরী মান্না, যুগ্ন আহ্বায়ক বেগমগঞ্জ উপজেলা বিএনপি, জনাব কামাখ্যা চন্দ্র দাস, আহ্বায়ক বেগমগঞ্জ উপজেলা বিএনপি, জনাব মহসিন আলম, সদস্য সচিব বেগমগঞ্জ পৌরসভা বিএনপি ।
র্যালিটি চৌমুহনীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বেগমগঞ্জ পাইলট স্কুলে এসে শেষ হয়। এতে বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্যণীয় ছিল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

