AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর ন্যায্য পানির দাবিতে বিএনপির সমাবেশ


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৯:৪৩ পিএম, ৭ নভেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর ন্যায্য পানির দাবিতে বিএনপির সমাবেশ

“চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” শ্লোগানে পদ্মা নদীর অববাহিকায় ন্যায্য পানির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ভোলাহাট মহবুল্লাহ কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, উজানে ভারতের দেওয়া ফারাক্কা বাঁধের কারণে বর্ষা মৌসুমে তীব্র স্রোত ও অতিরিক্ত পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরের জেলাগুলো। প্রতি বছর পদ্মা নদীর তীরবর্তী হাজার হাজার বিঘা ফসলী জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয় এবং লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েন।

বিএনপি চেয়ারপার্সনের দুই উপদেষ্টা ও সাবেক এমপিরা বলেন, এমন ভোগান্তির মধ্যে পদ্মা নদীতে বাঁধ নির্মাণসহ শুষ্ক মৌসুমে পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। বিএনপি ক্ষমতায় এলে বাঁধ নির্মাণসহ পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করা হবে। তারা আরও ঘোষণা দেন, আগামীতে পদ্মা নদীর পানির দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে এবং গঙ্গা ব্যারেজ ও নদী রক্ষা বাঁধ নির্মাণ করা হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ। সমাবেশের সভাপতিত্ব করেন বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি আমিনুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি শাজাহান মিয়া।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!