ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নাটোরের লালপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে লালপুর কলেজ মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লালপুর শ্রীসুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে সমাবেশে মিলিত হয়।
শোভাযাত্রা ও সমাবেশটি বিএনপি নেতাকর্মীদের জনসমুদ্রে পরিণত হয়। স্থানীয়দের মতে, লালপুরে বিএনপির কোনো কর্মসূচিতে এত বিপুল সংখ্যক মানুষের সমাগম এই প্রথম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মিজানুর রহমান ডিউক, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রঞ্জু প্রমুখ।
এ ছাড়া লালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. হায়দার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল রবি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাস্টার, গোলাম মোস্তফা তুহিন, আনিসুজ্জামান বাপ্পি, আব্দুল বারি মাস্টার, হাবিবুল বাশার সুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান এবং উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান রবিনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

